Welcome To RocketSuggestion BD

আমাদের ডিগ্রী দ্বিতীয় বর্ষ ২০২০-২০২২ এর আমাদের রকেট স্পেশাল সাজেশন সম্পর্কে বিস্তারিত এবং সকল বিষয়ের স্পেশাল শর্ট সাজেশন প্রস্তুত আছে।

 

 প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি ভালোই আছেন,

রকেট সাজেশনের পক্ষথেকে সবাইকে স্বাগতম। ২০১৫ সাল থেকে আমরা আমাদের সকল ছাত্রীদের কল্যানে কাজ করে সকলের পাশথেকে আপনাদের সকলের মন জয় করে এসেছি এবং আমরা যেন এভাবেই ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে পারি তাই সকলে আমাদের জন্য দোয়া করবেন।

সামনে ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা, ইতিমধ্যে আমাদের ডিগ্রী দ্বিতীয় বর্ষের রকেট স্পেশাল সাজেশন প্রস্তূত রয়েছে বিধায় যারা পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে চান তারা দ্রুত আপনার কাঙ্খিত পরীক্ষার আমাদের রকেট স্পেশাল সাজেশন সংগ্রহ করার জন্য উনরোধ করা হচ্ছে। 

সকল পরীক্ষায় আমরা অতীতে ৯০% থেকে ১০০% পর্যন্ত দিয়ে আপনাদের মন জয় করেছি। যারা আমাদের রকেট স্পেশাল সাজেশনের প্রমান পেতে চান দয়াকরে বিগত বছরের পোস্ট গুলো ফললো করবেন। আমরা কোথায় নয় কাজে বিশ্বাসী।

আমাদের রকেট স্পেশাল সাজেশনের বৈশিষ্ট:

ক-বিভাগ থেকে ৪০টি প্রশ্ন থাকবে উত্তর সহ সর্বোচ্চ্য। 

খ-বিভাগ থেকে ১৫টি প্রশ্ন থাকবে উত্তর ছাড়া সর্বোচ্চ্য। 

গ-বিভাগ থেকে ১৫টি প্রশ্ন থাকবে উত্তর ছাড়াসর্বোচ্চ্য।

বিএ, বিএসএস ৯৯%-১০০% কমন থাকবে।

বিবিএ,বিএসসি ৯০% কমন থাকবে।

বিষয়ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে।


আমাদের রকেট স্পেশাল সাজেশন প্রতি বিষয় মূল্য ২৫০টাকা মাত্র।

আমাদের সকল বিষয়ের স্পেশাল শর্ট সাজেশন গুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করুন।

আমাদের সাথে ই-মেইল,ফেইসবুক, হোয়াটস্যাপ, ইমো এবং সরাসরি ওয়েবসাইটের মাদ্ধমেও যোগাযোগ করতে পারবেন।

আমাদের ই-মেইল ঠিকানা:

Topsuggestionbd@gmail.com

Rocketsuggestionbd@gmail.com


অফিসিয়াল ফেইসবুক পেজ:

https://web.facebook.com/rocketsuggestion

https://web.facebook.com/topsuggestion


অফিসিয়াল হোয়াটস্যাপ এবং ইমো নাম্বার:

+8801925492441


আমাদের অফিস সময় সকাল ১০:০০ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত দয়া করে এই সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন।


বিঃদ্রু: আমাদের রকেট স্পেশাল সাজেশন সকল পরীক্ষার আগের দিন রাত ১০:৫৯ মিনিটে ওয়েবসাইট এ ফ্রি পোস্ট করা হয়।  তাই আমাদের সাথে যোগাযোগ করে ফ্রি সাজেশন চাওয়া থেকে বিরত থাকবেন। আর প্রয়োজন ছাড়া কেউ যোগাযোগ করবেননা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Share This

0 Response to "আমাদের ডিগ্রী দ্বিতীয় বর্ষ ২০২০-২০২২ এর আমাদের রকেট স্পেশাল সাজেশন সম্পর্কে বিস্তারিত এবং সকল বিষয়ের স্পেশাল শর্ট সাজেশন প্রস্তুত আছে।"

Post a Comment

Popular Posts