ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- SOS,
২। বর্ধন বলতে কী বোঝায় ?
উঃ শিশু বর্ধন বলতে শিশুর বেড়ে ওঠার ধারা , তার সার্বিক বিকাশের ক্রম ও ধাপ , বৈশিষ্ট্য , সমস্যা , প্রভাবকারী বিষয়াদির উপর বিজ্ঞানসম্মত আলোচনাকেই বোঝায় ।
৩। শিশু পর্যবেক্ষণ পদ্ধতি কত প্রকার ও কী কী ?
উঃ শিশু পর্যবেক্ষণ পদ্ধতি দুই প্রকার । যথা -১ . স্বাভাবিক / প্রাকৃতিক পর্যবেক্ষণ ও ২. নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ ।
৪। “ কিশোর অপরাধ ” বলতে কী বোঝ ?
উঃ অপ্রাপ্ত বয়ষ্ক বা শিশু ও কিশোরদের দ্বারা সংঘটিত আইন ভঙ্গকারী আচরণ বা কাজ হচ্ছে কিশোর অপরাধ , আর যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কিশোর অপরাধী বলে ।
৫। কোন সময়কে নবজাতককাল বলা হয় ?
উঃ জন্মলাভ হতে দু'সপ্তাহ কাল পর্যন্ত ।
৬। বিকাশের দুটি নীতি লেখ ।
উঃ বিকাশের দুইটি নীতি হলো : ১. বিকাশ পরিবর্তনের সাথে জড়িত ; ২. বিকাশ নির্দিষ্ট ও ভবিষৎ সূচক ধারা অনুসরণ করে ।
৭। মাদকাসক্তি কী ?
উঃ যে অবাঞ্ছিত পরিস্থিতি ব্যক্তিকে দৈহিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল করে বা মাদকদ্রব্য ব্যবহারে অভ্যস্ত করে তাকে মাদকাসক্তি বলে ।
৮। শিক্ষণ কী ?
উঃ শিক্ষণ হলো আচরণ বা জ্ঞানের তুলনামূলক । স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতার ফলে সংঘটিত হয়৷
৯। পারিবারিক বিপর্যয় কী ?
উঃ পারিবারিক জীবনে হঠাৎ করে কখানো যদি আকস্মিক Higne অচিন্ত্যনীয় পরিস্থিতির সৃষ্টি হয় বা সুষ্ঠু ও সুশৃঙ্খল পারিবারিক জীবনে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা দেখা দেয় তখন তাকে পারিবারিক দুর্যোগ বলে ।
১০। প্রাক - স্কুলগামী শিশুর বয়স কত ?
উঃ ৬ বছর।
১১। প্রতিবর্তী ক্রিয়া কী ?
উঃ প্রাণীদেহে নির্দিষ্ট উত্তেজনার প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফুর্ত ও অনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় , তাকে প্রতিবর্তি ক্রিয়া বলে ৷
১২। জন্মের সময় নবজাতকের গড় ওজন কত থাকে ?
উঃ জন্মের সময় নবজাতকের গড় ওজন ৩-৩.৫ কেজি থাকে ।
১৩। পারিবারিক সংকট কত প্রকার ?
উঃ দুই প্রকার।
১৪। শিশু কল্যাণের মূল লক্ষ্য কি ?
উঃ শিশুকল্যাণের মূল উদ্দেশ্য হলো শিশুর সকল দিকের উন্নয়ন সাধন করা।
১৫। শিশুর সামাজিকীকরণের মাধ্যমগুলো কি কি ?
উঃ পরিবার , সমাজ ও রাষ্ট্র ।
১৬। সামাজিক পরিবর্তন বলতে কি বুঝ ?
উঃ সমাজ কাঠামোর রূপান্তর এবং জনগণের জীবনধারা ও সংস্কৃতির পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে।
১৭। দ্বন্দ্ব কাকে বলে ?
উঃ দুই বা ততোধিক ব্যক্তি বা কার্য দল যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অসম্মত হয় এবং ঐ বিষয় নিয়ে বিরোধে লিপ্ত হয় তখন তাকে দ্বন্দ্ব বলে ।
১৮। মানসিক প্রতিবন্ধি কত প্রকার ও কি কি ?
উঃ মানসিক প্রতিবন্ধিতার চারটি স্তর । যথা —১ . মৃদু স্তর , ২. মধ্যম স্তর , ৩. গুরুতর স্তর ও ৪. গভীর স্তর ।
১৯। জন্ম - পূর্বকালীন বিকাশের সময়কাল কত ?
উঃ ২৮০ দিন ।
২০। জীবনের সূচনা কিভাবে হয় ?
উঃ স্ত্রী ও পুরুষের যৌন কোষ হতে যথাক্রমে ডিম্বকোষ ও শুক্র বীজ মিলনের ফলে স্ত্রীর জরায়ুতে একটি ফলবর্তী ডিম্ব সৃষ্টি হয় ফলে এভাবে মানুষের জীবনের সূচনা হয়।
২১। শিশুর আকারের পরিবর্তন বলতে কি বুঝ ?
উঃ বয়স বৃদ্ধির পাশাপাশি উচ্চতা , ওজন , আকৃতি ও দেহের আয়তনের পরিবর্তন হয় তাকে শিশুর আকারের পরিবর্তন বুঝায় ।
২২। প্রতিভাবান শিশুর বুদ্ধ্যংক কত ?
উঃ ১৪০ এর উপরে । এর বুদ্ধ্যাংক স্কেলের গড় মাত্রায় সব সময় ধরা হয়।
২৩। জ্ঞান শক্তি বলতে কি বোঝ ?
উঃ একটি শিশুর জন্মের পর পর্যায়ক্রমে যে বুদ্ধির বিকাশ ঘটে তাকে জ্ঞান শক্তি বলে।
২৪। প্রতিবর্তী ক্রিয়া কি ?
উঃ শিশু জন্মলগ্নের সূচনা পর থেকে তার যে বিভিন্ন ক্রিয়া কল্যাণে আবদ্ধ হয় তাই হলো প্রতিবর্তী ক্রিয়া এ সময় শিশুর বিভিন্ন আচরণের প্রভাব ও ঘটে থাকে । যেমন- আঙ্গুল চোষা , বিছানা ভিজানো ।
২৫। স্বেচ্ছাসেবক সংস্থা বলতে কি বোঝ ?
উঃ নিজেদের সামাজিক প্রয়োজন মেটানোর জন্য জনগণ যখন স্বেচ্ছায় নিজেদের উদ্যোগে স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান গড়ে তোলে তখন তাকে স্বেচ্ছাসেবক সংস্থা বলে ।
২৬। ডে কেয়ার সেন্টার বলতে কি বোঝ ?
উঃ কর্মজীবি মহিলার শিশুদের ( ৫-৯ ) বছর মায়ের অনুপস্থিতিতে দিবাকালীন সময়ে যে রক্ষণাবেক্ষণ করা হয় তাকে বুঝায়।
২৭। নির্বাচিত পদ্ধতি কি ?
উঃ সময় , অর্থ ও উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে যখন বাধা আসে সেক্ষেত্রে যেভাবে জীবন প্রবাহের বিকাশ ধারা প্রবাহিত হয় সেটাকে জ্ঞানলব্ধ করতে যে পদ্ধতির প্রয়োজন হয় তাকে শিশুর নির্বাচিত পদ্ধতি বলে।
২৮। শিশুর শিক্ষণ কি ?
উঃ শিশু জন্মের পর নিজেকে বুঝার জন্য এবং অন্যকে বুঝাবার জন্য পারিপার্শ্বিক অবস্থা থেকে যা কিছু শিখে তাকেই শিশুর শিক্ষণ বলে।
২৯। শিশুর স্বীকৃতি বলতে কি বুঝ ?
উঃ শিশু যে কোনো কাজের জন্য বাহবা চায় । ভালো কাজ হোক বা মন্দ হোক কাজের সমাপনীর জন্য ধন্যবাদ দিতে হবে । আর একেই বলে শিশুর স্বীকৃতি।
৩০। পরিচালনায় শিক্ষণের প্রধান দায়িত্ব কি ?
উঃ শিশু পরিচালনায় শিক্ষণের প্রধান দায়িত্ব বাবা মা ও শিক্ষকের।
৩১। অপরাধ কাকে বলে ?
উঃ যে সকল কাজ সমাজ ও আইন পরপন্থী এবং যার জন্য শাস্তির ব্যবস্থা আছে তাকে অপরাধ বলে।
৩২। সামাজিকীকরণ বলতে কি বুঝ ?
উঃ সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া দ্বারা মানবশিশু সমাজের সদস্য হিসেবে গড়ে উঠে।
৩৩। মাদকাসক্তির কারণসমূহ কি কি ?
উঃ ১. মাদকাসক্তির সহজলভ্যতা ; ২. পারিবারিক কারণ ; ৩. প্রেমে প্রত্যাখ্যাত ; ৪. কৌতূহল ; ৫. অনিদ্রা ; ৬. অজ্ঞতা ; ৭. বেকারত্ব ; ৮. সুস্থ বিনোদনের অভাব ।
৩৪। দৈহিক সমস্যা বলতে কি বুঝ ?
উঃ বয়সের সাথে সাথে শারীরিক কাঠামো ঠিকভাবে বেড়ে না উঠলে তাকে দৈহিক সমস্যা বলে।
৩৫। অপরাধপ্রবণতা বলতে কী বুঝ ? [ টেস্ট পরীক্ষা - রফিকুল , নওগা ,
উঃ অপরাধপ্রবণতা বলতে বুঝায় মাদকদ্রব্য গ্রহণের ফলে ব্যক্তির মনে স্বাভাবিক , অপ্রকৃতিস্থতা , বিচার বুদ্ধিহীনতা , পাশবিকতা দেখা দেয় । ব্যক্তির মাঝে এরূপ যেকোন প্রবণতাকে অপরাধ করার প্রবণতা বলে ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মানসিক প্রতিবন্ধিকতার কারণগুলো উল্লেখ কর । ১০০%
২। কিশোর অপরাধের কারণ কী ? ১০০%
৩। বাবা - মায়ের আচরণ কিভাবে শিশুর জীবনে প্রভাব ফেলে ? ১০০%
৪। বর্ধন ও বিকাশের পার্থক্যগুলো কী ? ১০০%
৫। অতি শৈশবকালের বৈশিষ্ট্য লিখ ৷ ১০০%
৬। ছোট মণি নিবাস সম্পর্কে লেখ । ১০০%
৭। বয়ঃসন্ধিক্ষণে মাদকাসক্তির প্রভাব আলোচনা কর । ১০০%
৮। শিশু পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা কর । ১০০%
৯। প্রাক - স্কুলগামী শিশুর বৈশিষ্ট্য লিখ । ১০০%
১০। শিশু কল্যাণ কি? শিশু কল্যাণের গুরুত্ব কি ? ১০০%
১১। এস ও এস শিশু পল্লীর কার্যক্রম কি কি ? ৯৯%
১২। শিশুর বুদ্ধি বিকাশে পরিবারের দায়িত্ব কি ? ৯৯%
১৩। নবজাতকের শারীরিক বৈশিষ্ট্যসমূহ লিখ । ৯৯%
১৪। শিক্ষণের বৈশিষ্ট্য লিখ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। পারিবারিক জীবনচক্র কী ? পারিবারিক জীবনচক্রের ধাপগুলো বর্ণনা কর । ১০০%
২। শিশু ও পরিবার কল্যাণে প্রতিকারমূলক কার্যক্রমগুলো লেখ । ১০০%
৩। পেশা নির্বাচনে পিতা - মাতার ভূমিকা আলোচনা কর। ১০০%
৪। উন্নতিমূলক কার্যক্রম বলতে কি বোঝ ? তারুণ্যের উন্নতিমূলক কার্যক্রম আলোচনা কর। ১০০%
৫। বিভিন্ন প্রকার পারিবারিক সংকট পরিবারের উপর কি প্রভাব ফেলে বর্ণনা কর । ১০০%
৬। কৈশোরে বাবা - মা ও সন্তানের দ্বন্দ্বের কারণসমূহ লেখ । এই দ্বন্দ্ব নিরসনের পরিবারের ভূমিকা আলোচনা কর । ১০০%
৭। বয়ঃসন্ধিক্ষণে মাদকাসক্তির প্রভাব ও প্রতিকার আলোচনা কর । ১০০%
৮। পারিবারিক সংকট কি ? বিবাহবিচ্ছেদ ও মাদকাসক্তি কীভাবে পারিবারিক জীবনকে প্রভাবিত করে - আলোচনা কর । ৯৯%
৯। গর্ভকালীন বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানগুলো আলোচনা কর । ৯৯%
১০। শিশু পরিচালনার নীতিগুলো আলোচনা কর । ৯৯%
১১। শিশু পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা লিখ । শিশু পর্যবেক্ষণের দুটি পদ্ধতির বর্ণনা দাও। ৯৯%
১২। শিশু ও পরিবার কল্যাণে প্রতিকারমূলক কার্যক্রমগুলো লিখ । ৯৯%
১৩। পাক-শৈশব দ্রুত বর্ধন ও পরিবর্তনের সময় আলোচনা কর। ৯৯%




0 Response to " ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ গার্হস্থ্য অর্থনীতি - দ্বিতীয় পত্র (বিষয় কোড :১১৩৫০৩) রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।"
Post a Comment