#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- STD, HIV,
২। মার্কসের মতে পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেনীর নাম লিখ?
উঃ দাসপ্রথার প্রধান দুটি শ্রেণীর নাম ১.জাজক শ্রেণী। ২. অভিজাত শ্রেণী।
৩। মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও?
উঃ সেরিবার একটি মুখ্য গোষ্ঠী।
৪। বিভিন্নমুখী মেলামেলা তত্ত্বটি কে দিয়েছেন?
উঃ ই.এইচ সাদারল্যান্ড।
৫। "সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে" এবং "আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমরা যা ব্যবহার করি তাই আমাদের সভ্ভতা।"-উক্তিটি কার?
উঃ ম্যাকাইভার এবং পেজ এর।
৬। বাংলাদেশের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠাতা বা বিকাশের প্রথিকৃৎ কে?
উঃ ড.নাজমুল করিম।
৭। 'Positive philosophy' গ্রন্থের রচয়িতা কে? ১৮৩৯ সালে সর্ব প্রথম 'Sociology' শব্দটি ব্যবহার করেন কে?
উঃ অগাস্ট কোৎ।
৮। বৈজ্ঞানিক পদ্ধতি কি?
উঃ যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে গবেষণা বা বিজ্ঞানীগণ সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন।
৯। "Culture' শব্দটি সর্ব কে কখন প্রথম ব্যবহার করেন?
উঃ ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন প্রথম ব্যবহার করেন।
১০। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি?
উঃ শিক্ষাপ্রতিষ্ঠান।
১১। প্রতিষ্ঠান কি?
উঃ কতগুলো পন্থা বা পদ্ধতি যেগুলো সমাজ কর্তৃক স্বীকৃত।
১২। কে 'দাসদেরকে জীবন্ত হাতিয়ার' বলে উল্লেখ করেছেন?
উঃ এরিস্টটল।
১৩। দুর্যোগ ব্যাবস্থাপনায় পর্যায় কয়টি?
উঃ ৩টি।
১৪। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও?
উঃ সমাজের মানুষের ব্যাক্তিগত ও সমষ্টিগত জীবনযাত্রার পরিবর্তনসহ সমাজ কাঠামোর সার্বিক পরিবর্তনকে বলাহয় সামাজিক পরিবর্তন।
১৫। পদ্ধতি কী
উঃ কোন কাজ সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য যে পথে এগুলোতে হয় তাই হচ্ছে পদ্ধতি।
১৬। অবস্তুগত সংকৃতির একটি উদাহরণ দাও।
উঃ মানুষের মনতাতিস্ক তথা ভাবগত সৃষ্টি হলো অবস্তুগত সংকৃতি।
১৭। 'Social Status' প্রত্যয়টি সামাজিক শ্রেণীর বিপরীতে কে ব্যবহার করেন?
উঃ কার্ল ম্যানহেইম।
১৮। 'Das Capital' এই বিখ্যাত গ্রন্থটি কার লেখা?
উঃ কার্ল মার্কসের।
১৯। আমলাতন্ত্র প্রত্যয়টি ব্যবহার করেন?
উঃ আমলাতন্ত্রের জনক Max Weber.
২০। গুরুতন্ত কী?
উঃ বড় ধরণের শাস্ত্রী।
২১। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
উঃ ১লা ডিসেম্বর।
২২। কার্ল মার্কস এর মতে সমাজ পরিবর্তনের সর্বশেষ স্তরের নাম কি?
উঃ সমাজতান্ত্রিক সমাজ যা পরিবর্তিত হয়।
২৩। সংস্কৃতির ধরনগুলো কী ?
উঃ ১. সংস্কৃতি অর্জিত বিষয় , সামাজিকীকরণের মাধ্যমে সংস্কৃতি আয়ত্ত করা হয় , ২. সংস্কৃতি পরিবর্তনশীল , ৩ . সংস্কৃতির উপাদানসমূহ মানুষের চাহিদা ও প্রয়োজন মিটিয়ে থাকে ও ৪. সংস্কৃতি বিভিন্ন স্থানে ব্যাপ্তি লাভ করে ।
২৪। The Division of Labour in Society গ্রন্থটির লেখক এবং যান্ত্রিক সংহিত ও জৈবিক সংহিত প্রত্যায় দুটি কে প্রদান করেন?
উঃ এমিল ডুর্খেইম ।
২৫। অনুভূমিক গতিশীলতা কী?
উঃ একই সামাজিক স্তরের এর মধ্যে সমমর্যাদা সম্পূর্ণ একটি পদে যাওয়া আসা।
২৬। 'ভদ্রবেশী অপরাধ' প্রত্যয়টি কার?
উঃ সিজারে আমব্রোসো।
২৭। সামন্ত সমাজের মুখ শ্রেণী কি কি?
উঃ এলিট শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী, ও ধনিক শ্রেণী।
২৮। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান-উক্তিটি কার?
উঃ মরিস জিন্সবার্গ-এর।
২৯। 'Suicide' গ্রন্থটি কার লেখা?
উঃ এমিল ডুর্খেইম এর লেখা।
৩০। সংস্কৃতির ধরনগুলোকি?
উঃ বস্তুগত সংস্কৃতি ও অবস্তু গত সংস্কৃতি।
৩১। সামাজিক মিথস্ক্রিয়া কি?
উঃ সামাজিক মানুষের পারস্পরিক নির্ভরশীলতা, নৈকট্য ও সহযোগিতা ইত্যাদির সমন্বয় হিচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া।
৩২। প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও?
উঃ বিদ্যালয়।
৩৩। পরিবার গঠনের পূর্বশর্ত কি?
উঃ বিবাহ।
৩৪। সামাজিক স্তর বিন্যাস কতপ্রকার কি কি?
উঃ ৪প্রকার। ১.দাসপ্রথা, ২.জাতিবর্ণ, ৩.এস্টেট, ৪. সামাজিক শ্রেণী ও মর্যাদা।
৩৫। সামাজিক অসমতার প্রধান কারণ কি?
উঃ অর্থনৈতিক।
৩৬। কার্ল মার্কস এর মতে, সমাজ বিবর্তনের স্তর কয়টি কি কি?
উঃ ৫টি। ১.আদিম সাম্যবাদী সমাজ, ২.দাস সমাজ, ৩. সামন্তবাদী সমাজ, ৪.পুঁজিবাদী সমাজ, ৫.সমাজতান্ত্রিক সমাজ ।
৩৭। বিচ্যুতি আচরণ কি?
উঃ মানুষের যেসব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী, সমাজের অসঙ্গতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।
৩৮। সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কার?
উঃ লোষ্টার ফ্র্যাংক ওয়ার্ড ও উইলিয়াম, গ্রাহাম সামনার।
৩৯। "সমাজ বিজ্ঞান সর্বাধিক পদ্ধতি প্রয়োগ করেছে ও সবচেয়ে কম ফলপ্রসূ হয়েছে।"-উক্তিটি কার?
উঃ হেনরি পয়কর।
৪০। সারোরেট কি?
উঃ কোন ব্যাক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যাক্তি তার মৃত স্ত্রীর কোন বোনকে বিবাহ করলে তাকে সারোরেট বলে।
৪১। একজন 'আধুনিকায়ন' তাত্ত্বিকের নাম লিখ
উঃ W. W. Rostow.
৪২। পুঁজিবাদী সমাজের মুখ্য শ্রেণি কি কি?
উঃ পুঁজিবাদী হচ্ছে সমাজের এমন একটি ব্যবস্থা যেখানে মানুষের ব্যাক্তিগত সম্পত্তি গড়ে তোলার ও ব্যাবসার দ্বারা অবাধ মুনাফা লাভের স্বাধীনতা থাকে।
৪৩। সম্মোহনী কর্তৃত্ব কি?
উঃ সেইধরণের কর্তৃত্ব যা ব্যাক্তির বিশেষ যোগ্যতা, ক্ষমতা এবং গুণাবলীর দ্বারা পরিচালিত।
#খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দৃষ্টিবাদ কি বা বলতে কি বুঝ? ১০০%
২। সামাজিক ও উল্লম্ব গতিশীলতা বলতে কি বুঝ? ১০০%
৩। অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য কর। ১০০%
৪। মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কী? এদের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৫। পুঁজিবাদ বলতে কি বুঝ? এর বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। আধুনিকায়নের ও বিশ্বায়নের সংজ্ঞা দাও ? ১০০%
৭। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৮। বৈজ্ঞানিক ও ঐতিহাসিক পদ্ধতি বলতে কি বুঝ? ১০০%
৯। বাংলাদেশের দূর্নীতি প্রতিরোধের উপায়সমূহ লিখ। ১০০%
১০। সংস্কৃতির ব্যবধান কি? সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
১১। পদ্ধতি ও কৌশলের মধ্যকার পার্থক্য নির্ণয় কর। ১০০%
১২। সংক্ষেপে সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর। ৯৯%
১৩। দূর্যোগ ব্যবস্থাপনা কি? এর পর্যায়গুলো লিখ। ৯৯%
১৪। সম্পত্তি কি? সম্পত্তির বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১৫। সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা লিখ। ৯৯%
#গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সমাজবিজ্ঞান কি? একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশের সামাজিক গবেষণায় কোন পদ্ধতি অধিক কার্যকরী বলে তুমি মনে কর? - যুক্তি দাও। ১০০%
অথবা, বাংলাদেশের সমাজ গবেষণায় জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর।
৩। সামাজিক নিয়ন্ত্রণ কি? সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা কর। ১০০%
৪। বিশ্বায়ন কি? বাংলাদেশের বা সমাজ জীবনের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%
অথবা, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বায়নের ভূমিকা আলোচনা কর।
৫। সমাজবিজ্ঞানের অগাস্ট কোঁতের অবদান মূল্যায়ন কর। ১০০%। রকেট।।
৬। সামাজিক নিয়ন্ত্রণে বা সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর। ১০০%
৭। বেকারত্ব কি? বাংলাদেশের বেকার সমস্যার কারণ এবং বেকারত্ব দূরীকরণের উপায় বর্ণনা কর। ১০০%
৮। সংস্কৃতি ও সভ্যতা কি? সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
৯। পরিবার কাকে বলে? একটি আধুনিক পরিবারের কার্যাবলি আলোচনা কর। ৯৯%
অথবা, পরিবারের উতপত্তি ও বিবর্তন সম্পর্কে মর্গানের তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%
১০। "সমাজ কাঠামো হচ্ছে প্রধান প্রধান দল ও প্রতিষ্ঠানের সমন্বয়।" - বিশদভাবে ব্যাখ্যা কর। ৯৯%
১১। সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১২। সামাজিকীকরণ কী? সামাজিকীকরণের বাহনসমূহ সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১৩। বিবর্তন কি? লেনস্কির সমাজ বিবর্তনের স্তরগুলো আলোচনা কর। ৯৯%
১৪। নারী নির্যাতন কি? বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধে তুমি কি কি সুপারিশ করবে? আলোচনা কর। ৯৯%




খ এবং গ বিভাগ কই
ReplyDelete