Welcome To RocketSuggestion BD

আজকের অনুষ্ঠিত ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের প্রশ্নপত্র এবং রিভিউ

 আমাদের রকেট স্পেশাল সাজেশন থেকে ১০০% হবহু কমন পড়েছে। 

ক-বিভাগ থেকে মোট ৩৯ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ছিল, মোট ৩৯টি প্রশ্ন থেকে কমন পড়েছে ১১টি। 

খ-বিভাগ থেকে মোট ১৪টি প্রশ্ন ছিল মোট ১৪টি প্রশ্ন থেকে কমন পড়েছে টি।

এবং গ-বিভাগ থেকে মোট ১৩টি প্রশ্ন ছিল, মোট ১৩টি প্রশ্ন থেকে কমন পড়েছে ৭টি।


ক বিভাগ ( যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও । ) মান –১ × ১০ = ১০ 

ক) বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কী ? 

খ) কোন প্রাচীন গ্রন্থে ‘ বঙ্গ ’ নামের উল্লেখ পাওয়া যায় ?

গ) বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন্ ভাষা থেকে ? 

 ঘ) লাহোর প্রস্তাব ' কে উত্থাপন করেন ?

ঙ) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন ? 

চ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় ? 

ছ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন ? 

 জ) মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল ? 

ঝ) কোন কর্মসূচি বাঙ্গালীর ম্যাগনাকার্টা নামে পরিচিত ? 

ঞ) শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়

ট) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 

ঠ) বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন ? 



খ বিভাগ ( যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ) মান– ৪ × ৫ = ২০ 


২। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখ ।


 ৩। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বুঝ ? 


 ৪। দ্বি - জাতি ’ তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর । 


৫। বসু - সোহরাওয়ার্দী চুক্তি কী ? 


 ৬। মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী ? 


৭। আগরতলা ষড়যন্ত্র মামলার উপর টীকা লিখ । 


 ৮। বঙ্গবন্ধুর ৭ ই মার্চ ( ১৯৭১ ) ঐতিহাসিক ভাষণ সম্পর্কে টীকা লিখ । 


৯। অপারেশন সার্চলাইট বলতে কী বুঝ ? 




গ বিভাগ ( যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ) মান –১০ × ৫ = 50 


১০। বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ কর । 


১১। ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা কর ।


১২। লাহোর প্রস্তাব কী ? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর । 


১৩। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণসমূহ আলোচনা কর ।


১৪। ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর । 


১৫। পূর্ব পাকিস্তানীদের প্রতি পশ্চিম পাকিস্তানীদের বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা কর ।


১৬। ১৯৬৯ সালের গণ - অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর ।


১৭। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর । 

Share This

3 Responses to "আজকের অনুষ্ঠিত ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের প্রশ্নপত্র এবং রিভিউ"

Popular Posts