Welcome To RocketSuggestion BD
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

১২৮

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

মানবিক অনুষদ

প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, ২০১৮-২০১৯

সময়-৯০ মিনিট                                          পূর্ণমান-১০০


  • পরীক্ষার্থীদের ৩০০টি প্রশ্নের জন্য উত্তর দিতে হবে।
  • পরীক্ষা শেষে উত্তরপত্র (OMR) অবশ্যই পরিদর্শকের কাছে জমা দিতে হবে।
  • কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।
  • OMR উত্তরপত্রে নির্দিষ্ট স্থানে প্রশ্নপত্রের সেট কোড অবশ্যই লিখতে হবে।
  • উত্তরপত্রে ফ্লুইড ব্যবহার অথবা ভাঁজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

বাংলা

মান - ২৫

  1. ‘কমলার বন’ শব্দের অর্থ কী?
    1. পথঘাট
    2. কমলার বন
    3. জলজঙ্গল
    4. ফলের বাগিচা
  2. কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতার পটভূমি ঘটনা—
    1. অসহযোগ আন্দোলন
    2. খিলাফত যুদ্ধ
    3. প্রথম বিশ্বযুদ্ধ
    4. রুশ বিপ্লব
  3. ‘লাগেজে করিয়া আনি কিছু ফুল, তুমি ভুলি যাবে’-বাক্যটি—
    1. জটিল বাক্য
    2. সরল বাক্য
    3. যৌগিক বাক্য
    4. নির্ভরশীল বাক্য
  4. ‘আকাশনীলা’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত?
    1. চৈতালি
    2. বলাকা
    3. উড়ান
    4. মানসী
  5. ‘আকাশ’ শব্দটি কোন লিঙ্গের?
    1. ক্লীব লিঙ্গ
    2. স্ত্রী লিঙ্গ
    3. উভয় লিঙ্গ
    4. কোনটি নয়
  6. ‘সন্ধ্যা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. মধ্যাহ্ন
    2. দিবা
    3. গোধূলি
    4. ঊষা
  7. Book Post এর বাংলা পরিভাষা কী?
    1. খোলা ডাক
    2. বই পার্সেল
    3. গ্রন্থ বিলি
    4. পুস্তক ডাক
  8. ‘আম-সত্ত্ব’ কথাটির মধ্যে ‘সত্ত্ব’ শব্দের অর্থ কী?
    1. এ গন্ধ ও রস মেশানো হয়েছে
    2. আমচূর্ণ
    3. আমের নির্যাস
    4. কৃত্রিমভাব
  9. ‘অন্ধ’ শব্দটির বহুবচন কোনটি?
    1. অন্ধকূল
    2. অন্ধগণ
    3. অন্ধরাজি
    4. অন্ধসকল
  10. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
    1. ইউসুফ জুলেখা
    2. পদ্মাবতী
    3. মেঘনাদবধ কাব্য
    4. সুরমা
  11. ‘নিষ্ক্রিয়’ কবিতায় কবি দাদখানি হয়ে কী না হতে পারেন?
    1. গাছের চারা
    2. অন্যজীবী
    3. শিকারী
    4. বৃক্ষ
  12. ‘ঠাকুমা’, ‘দিদিমা’, ‘বৌদিদি’ ও ‘ছোট দিদি’ কোন শ্রেণির শব্দ?
    1. আত্মীয়বাচক
    2. কামবাচক
    3. সম্মানসূচক সম্বোধন
    4. অবস্থাবাচক
  13. কোনটি শুদ্ধ বানান?
    1. দৈন্যতা
    2. দৈনতা
    3. দৈন্য
    4. দৈন্যতা ও দৈন্য
  14. ‘সাহসের সম্বল কী চাহে’-চরণটিতে ‘সম্বল’ কী অর্থে ব্যবহৃত?
    1. আশ্রয়
    2. যথেষ্ট বেতনাদি
    3. সহায়
    4. যথেষ্ট বেতনাদি ও সহায়
  15. ‘আকাশ-পৃথিবীর অন্তরাল’—
    1. কালের করালতা
    2. কালের বিস্তীর্ণতা
    3. কালের ব্যাপকতা
    4. শূন্যতার ভয়াবহতা
  16. ‘অর্ধচন্দ্র’ বাগধারাটির অর্থ—
    1. কপট ব্যক্তি
    2. গলা ধাক্কা
    3. দুর্বল ব্যক্তি
    4. মূর্তির অবয়ব
  17. ‘এ কী! তুমি যে একেবারে শুকিয়ে কাঠ হয়েছ’-এখানে ‘একেবারে’ শব্দটি—
    1. বিশেষ্য
    2. বিশেষণ
    3. অব্যয়
    4. ক্রিয়া-বিশেষণ
  18. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
    1. কৃষ্ণকুমারী
    2. পদ্মাবতীর কথা
    3. কপালকুণ্ডলা
    4. দুর্গেশনন্দিনী
  19. ‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’-এটি কোন ধরনের বাক্য?
    1. জটিল
    2. যৌগিক
    3. সরল
    4. মিশ্র
  20. ব্যাকরণের কুলীন বলতে এক কথায় কী বোঝায়?
    1. পণ্ডিতের প্রতিশব্দ
    2. ব্যাকরণে পণ্ডিত
    3. শ্রেষ্ঠ ব্যাকরণবিদ
    4. বৈয়াকরণ

[পর পৃষ্ঠা দ্রষ্টব্য]

Share This

0 Response to " "

Post a Comment

Popular Posts