১২৮
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
মানবিক অনুষদ
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, ২০১৮-২০১৯
সময়-৯০ মিনিট পূর্ণমান-১০০
- পরীক্ষার্থীদের ৩০০টি প্রশ্নের জন্য উত্তর দিতে হবে।
- পরীক্ষা শেষে উত্তরপত্র (OMR) অবশ্যই পরিদর্শকের কাছে জমা দিতে হবে।
- কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।
- OMR উত্তরপত্রে নির্দিষ্ট স্থানে প্রশ্নপত্রের সেট কোড অবশ্যই লিখতে হবে।
- উত্তরপত্রে ফ্লুইড ব্যবহার অথবা ভাঁজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
বাংলা
মান - ২৫
-
‘কমলার বন’ শব্দের অর্থ কী?
- পথঘাট
- কমলার বন
- জলজঙ্গল
- ফলের বাগিচা
-
কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতার পটভূমি ঘটনা—
- অসহযোগ আন্দোলন
- খিলাফত যুদ্ধ
- প্রথম বিশ্বযুদ্ধ
- রুশ বিপ্লব
-
‘লাগেজে করিয়া আনি কিছু ফুল, তুমি ভুলি যাবে’-বাক্যটি—
- জটিল বাক্য
- সরল বাক্য
- যৌগিক বাক্য
- নির্ভরশীল বাক্য
-
‘আকাশনীলা’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত?
- চৈতালি
- বলাকা
- উড়ান
- মানসী
-
‘আকাশ’ শব্দটি কোন লিঙ্গের?
- ক্লীব লিঙ্গ
- স্ত্রী লিঙ্গ
- উভয় লিঙ্গ
- কোনটি নয়
-
‘সন্ধ্যা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- মধ্যাহ্ন
- দিবা
- গোধূলি
- ঊষা
-
Book Post এর বাংলা পরিভাষা কী?
- খোলা ডাক
- বই পার্সেল
- গ্রন্থ বিলি
- পুস্তক ডাক
-
‘আম-সত্ত্ব’ কথাটির মধ্যে ‘সত্ত্ব’ শব্দের অর্থ কী?
- এ গন্ধ ও রস মেশানো হয়েছে
- আমচূর্ণ
- আমের নির্যাস
- কৃত্রিমভাব
-
‘অন্ধ’ শব্দটির বহুবচন কোনটি?
- অন্ধকূল
- অন্ধগণ
- অন্ধরাজি
- অন্ধসকল
-
মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
- ইউসুফ জুলেখা
- পদ্মাবতী
- মেঘনাদবধ কাব্য
- সুরমা
-
‘নিষ্ক্রিয়’ কবিতায় কবি দাদখানি হয়ে কী না হতে পারেন?
- গাছের চারা
- অন্যজীবী
- শিকারী
- বৃক্ষ
-
‘ঠাকুমা’, ‘দিদিমা’, ‘বৌদিদি’ ও ‘ছোট দিদি’ কোন শ্রেণির শব্দ?
- আত্মীয়বাচক
- কামবাচক
- সম্মানসূচক সম্বোধন
- অবস্থাবাচক
-
কোনটি শুদ্ধ বানান?
- দৈন্যতা
- দৈনতা
- দৈন্য
- দৈন্যতা ও দৈন্য
-
‘সাহসের সম্বল কী চাহে’-চরণটিতে ‘সম্বল’ কী অর্থে ব্যবহৃত?
- আশ্রয়
- যথেষ্ট বেতনাদি
- সহায়
- যথেষ্ট বেতনাদি ও সহায়
-
‘আকাশ-পৃথিবীর অন্তরাল’—
- কালের করালতা
- কালের বিস্তীর্ণতা
- কালের ব্যাপকতা
- শূন্যতার ভয়াবহতা
-
‘অর্ধচন্দ্র’ বাগধারাটির অর্থ—
- কপট ব্যক্তি
- গলা ধাক্কা
- দুর্বল ব্যক্তি
- মূর্তির অবয়ব
-
‘এ কী! তুমি যে একেবারে শুকিয়ে কাঠ হয়েছ’-এখানে ‘একেবারে’ শব্দটি—
- বিশেষ্য
- বিশেষণ
- অব্যয়
- ক্রিয়া-বিশেষণ
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
- কৃষ্ণকুমারী
- পদ্মাবতীর কথা
- কপালকুণ্ডলা
- দুর্গেশনন্দিনী
-
‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’-এটি কোন ধরনের বাক্য?
- জটিল
- যৌগিক
- সরল
- মিশ্র
-
ব্যাকরণের কুলীন বলতে এক কথায় কী বোঝায়?
- পণ্ডিতের প্রতিশব্দ
- ব্যাকরণে পণ্ডিত
- শ্রেষ্ঠ ব্যাকরণবিদ
- বৈয়াকরণ
[পর পৃষ্ঠা দ্রষ্টব্য]




0 Response to " "
Post a Comment