Welcome To RocketSuggestion BD

ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র (রাজনৈতিক তত্ত্ব) স্পেশাল রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।






ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি?

উঃ একাডেমি। 

২। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?

উঃ ম্যাকিয়াভেলি।

৩। "Man is born free but every where he is in chain." উক্তিটি কার।

উঃ রুশোর। 

৪। রেনেসাঁ অর্থ কি?

উঃ পুনর্জাগরণ।

৫। "Summa Theologica"গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ সেন্ট টমাস একুইনাস।

৬। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উঃ এরিস্টটল।

৭। জাতীয়তাবাদের তিনটি উপাদানের নাম লিখ?

উঃ ১.বংশগত ঐক্য, ২. ভৌগোলিক ঐক্য, ৩. আচরণ ও রীতিনীতির ঐক্য, এবং ৪. রাজনৈতিক ঐক্য।

৮। এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি? 

উঃ গণতন্ত্র।

৯। স্বাধীনতার রক্ষাকবচের দুইটি নাম লিখ?

উঃ আইনের অনুশাসন, বিচার বিভাগীয় স্বাধীনতা,ক্ষমতার সতন্ত্রীকরণ।

১০। সার্বভৌমের আদেশই আইন-উক্তিটি কার?

উঃ জন অস্টিনের।

১১। "Political Science begins and ends with the state" উক্তিটি কার।

উঃ অধ্যাপক গার্নার এর

১২। "The Politics" গ্রন্থটির রচয়িতা কে?

উঃ এরিস্টটল।

১৩। রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি?

উঃ ৪টি। ১.নিদৃষ্ট ভূখণ্ড, ২.জনসমষ্টি, ৩. সরভোমত্ব, এবং ৪. সরকার।

১৪। আধুনিক ও সংসদীয় গণতন্ত্রের জনক কে?

উঃ জন লক। 

১৫। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি ?

উঃ নির্বাচকমণ্ডলী। 

১৬। কখন গৌরবময় বিপ্লব হয়েছিল?

উঃ ১৬৮৮ সালে।

১৭। দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?

উঃ সেন্ট অগাস্টিন।

১৮। সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক তিনজন জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখ? 

উঃ ১.ম্যাকাইভার প্রমুখ, ২.লাস্কি ৩.বার্কার।  

১৯। "The Republic" গ্রন্থের রচয়িতা কে?

উঃ প্লেটো।

২০। মধ্যযুগের এরিস্টটল কাকে বলা হয়?

উঃ একুইনাসকে।

২১। রাষ্ট্রের উৎপত্তির যে কোনো দুটি মতবাদের নাম লিখ ?

উঃ ১.বিবর্তন মূলক মতবাদ এবং ২. সামাজিক চুক্তি মতবাদ।

২২। রুশোর বিখ্যাত বইটির না কি?

উঃ The Social Contract.

২৩। রাষ্ট্র বিজ্ঞানের দুটি পদ্ধতির নাম লিখ?

উঃ ১. ঐতিহাসিক পদ্ধতি, ২.তুলনামূলক পদ্ধতি।

২৪। রাস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণউপাদান কোনটি?

উঃ সার্বভৌমত্ব।

২৫।  "The Prince" গ্রন্থের লেখক কে?

উঃ নিকোলো ম্যাকিয়াভেলি।

২৬। আইনের শাসন কি?

উঃ আইনের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থাকে আইন শাসন বলে।

২৭। "Virtue is knowledge উক্তিটি কার?

উঃ সক্রেটিসের।

২৮। "Academy" কি?

উঃ প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান।

২৯। সম্মতি তত্ত্বের প্রবক্তা কে?

উঃ জন লক। 

৩০। 'Polis' শব্দের অর্থ কি ?

উঃ 'City State' বা নগররাষ্ট্র। 

৩১। ক্ষমতার সতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে?

উঃ মন্টেস্কু। 

৩২। রাষ্ট্রের কয়টি এবং উপাদান কি কি?

উঃ ৪টি ১. নির্দিষ্ট ভূখণ্ড। ২.জনসমষ্টি। ৩. সরকার। ৪.সার্ভভৌমত্ব। 

৩৩। "On Liberty" কার লেখা?

উঃ জন স্টুয়ার্ট মিল এর। 

৩৪। "Demos" শব্দের অর্থ কি?

উঃ জনগণ।

৩৫। "Natio"শব্দের অর্থ কি?

উঃ জন্ম বা বংশ।

৩৬। শাসককে হতে হবে সিংহের মতো বলবান ও শৃগালের মত ধূর্ত উক্তিটি কার?

উঃ নিকোলো ম্যাকিয়াভেলীর।

৩৭। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উঃ ১৭৮৯ সালে।

৩৮। 'POSDCORB' এর প্রবক্তা কে?

উঃ লুথার গুলিক।

৩৯। সক্রেটিস প্লেটো এবং এরিস্টটল কোন যুগের দার্শনিক ?

উঃ প্রাচীন যুগের দার্শনিক। 

৪০। সরকারের অঙ্গ কয়টি এবং কি কি?

উঃ তিনটি। ১আইন বিভাগ। ২.শাসন বিভাগ। ও ৩. বিচার বিভাগ। 

#খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। সাম্য ও স্বাধীনতা কী? ১০০%

২। সার্বভৌমত্ব কি? এর বৈশিষ্ট্য লিখ। ১০০%

৩। সাম্যবাদ ও প্লেটোর সাম্যবাদ কী? ১০০%

৪। জাতি ও জাতীয়তাবাদ কী? ১০০%

৫। রাষ্ট্র ও প্লেটোর আদর্শ রাষ্ট্র কী? ১০০%

৬। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লিখ। ১০০%

৭। রাষ্ট্র ও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। ১০০%

৮। সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছায় পার্থক্য লিখ। ১০০%

৯। মানব প্রকৃতি সম্পর্কে হবসের/জন লকের ধারণা কী? ১০০%

১০। এরিস্টটলের দাস তত্ত্ব কী? ৯৯%

১১। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক কী? ৯৯%

১২। আইনের উতসসমূহ কী কী? ৯৯%


#গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। রাষ্ট্রের উতপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা কর। ১০০%

২। প্লেটোর শিক্ষাতত্ত বা শিক্ষাব্যবস্থা আলোচনা কর। ১০০%

৩। এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও প্রতিকারের উপায়সমূহ আলোচনা কর। ১০০%

৪। ম্যাকিয়াভেলিবাদ কি? ধর্ম, রাজনীতি ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা বিশ্লেষণ কর। ১০০%

৫। আইন কী? আইনের উতসসমূহ আলোচনা কর। ১০০%

৬। রাষ্ট্র কি? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। ১০০%

অথবা, রাষ্ট্র কি? রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর। 

৭। রুশোর মতে, সাধারণ ইচ্ছা কী? রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি আলোচনা কর। ১০০%

৮। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ কিভাবে সভ্যতার প্রতি হুমকিস্বরূপ? - আলোচনা কর। ৯৯%

৯। সেন্ট টমাস একুইনাসের আইন তত্ত্বটি বর্ণনা কর। ৯৯%

অথবা, সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন? ৯৯%

১০। দাস প্রথা সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা কর। তুমি কি তার ধারণার সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর। ৯৯%

১১। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান আলোচনা কর। ৯৯%

১২। মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রাথমিক ও সংগঠিত প্রতিরোধ সম্পর্কে পর্যালোচনা কর। ৯৯%

১৩। ছয়দফা আন্দোলন কী? ১৯৬৬ সালের ছয়দফা কর্মসূচি ব্যাখ্যা কর। ৯৯%

অথবা, ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লিখ।

১৪। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনাপ্রবাহের বিবরণ দাও। ৯৮% 

Share This

0 Response to "ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২২ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র (রাজনৈতিক তত্ত্ব) স্পেশাল রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।"

Post a Comment

Popular Posts