Welcome To RocketSuggestion BD

ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র (বাংলাদেশের সমাজবিজ্ঞান:১৩২০০৩) স্পেশাল সাজেশন বন্দুকের গুলি।


ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। বঙ্গভঙ্গ কত সালে হয়

উঃ ১৯০৫ সালে। 

২। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন ?

উঃ লর্ড কর্নওয়ালিস।

৩। এথনিসিটি কি ? 

উঃ জাতিতত্ত্ব।

৪। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কোন তারিখে ? 

উঃ ২১ শে ফেব্রুয়ারি।

৫। প্রজননশীলতা কি ? 

উঃ বিবাহের মাদ্ধমে স্বামী ও স্ত্রীর একত্রে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া। 

৬। AIDS এর পূর্ণরূপ কি ?

উঃ Acquired Immuno Deficiency

৭। দারিদ্র সীমা বলতে কি বঝো ?

উঃ কোন দেশের জনসংখ্যার যে অংশে মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই বঞ্চিত অংশকে দারিদ্র সীমা বলে

৮। Dynamics of Bangladesh society গ্রন্থের রচয়িতা কে ?

উঃ এ কে নাজমুল করিম।

৯। আমলা চন্ত্রের ৩ টি বৈশিষ্ট্য লিখ।

উঃ পদ সোপাননীতি, স্থায়িত্ব, লাল ফিতার দৌরাত্ব। 

১০। প্যারোল কি ?

উঃ উত্তরঃ প্যারোল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রগন।

১১। প্রবেশন কি ?

উঃ প্রবেশন বলতে কোন অপরাধীকে তার প্রাপ্য শাস্তি স্থগিত রেখে, কারাবদ্ধ না রেখে বা কোন প্রতিষ্ঠানে আবদ্ধ না করে সমাজে খাপ খাইয়ে চলার সুযোগ প্রদান করাকে বোঝায় ।

১২। কখন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করা হয় ?

উঃ ২৬সে জুলাই ১৯৭২ সালে।

১৩। আগরতলা ষড়যন্ত্র মামলা কখন গ্রহণ করা হয় ?

উঃ আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ সালের ৩ জানুয়ারী হয় । 

১৪। বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি ?

উঃ বাংলাদেশের এথনিক গোষ্ঠী হলো চাকমা । 

১৫। লেভিরেট কী ?

উঃ কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে।

১৬। ' Discovery of Bangladesh ' গ্রন্থটির রচয়িতা কে ?

উঃ ড . আকবর আলী খান । 

১৭। BARD এর প্রতিষ্ঠাতার নাম লিখ।

উঃ ড . আকতার হামিদ খান। 

১৮। আন্তর্জাতিক স্থানান্তর কত প্রকার? 

উঃ আন্তর্জাতিক স্থানান্তর দুই প্রকার। 

১৯। কিশোর অপরাধ বলতে কী বুঝায়?

উঃ অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত দেশের আইন ও সমাজ বিরোধী এবং সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী কার্যাবলিকেই কিশোর অপরাধ বলে। 

২০। বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন ? 

উঃ বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি দিয়েছেন অপরাধ বিজ্ঞানী ই . এইচ সাদারল্যান্ড।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। প্রতিবেশ কি? ১০০%

২। জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য কি কি? ১০০%

৩। শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ কর? ১০০%

৪। সামাজিক অসমতা বলতে কি বুঝ? ১০০%

৫। জাতিভেদ প্রথা ও শ্রেণীর মধ্যে পার্থক্য? ১০০%

৬। কৃষির আধুনিকীকরণ বলতে কী বুঝ? ১০০%

৭। শিল্পায়ন কি? ১০০%

৮। অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য নির্দেশ কর? ১০০%

৯। সামাজিক অসমতার উপাদানগুলো কী? ৯৯%

১০। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কী? ৯৯%

১১। জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যগুলো কী? ৯৯%

১২। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা কর। ১০০%

২। বাংলাদেশের চাকমা এথনিক জনগোষ্ঠীর সামাজিক - সাংস্কৃতিক জীবন আলোচনা কর। ১০০%

৩। বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা কর।  ১০০%

৪। বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানাস্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%

৫। বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ১০০%

৬। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%

৭। বাংলাদেশের সমাজজীবনে নগরায়নের প্রভাব আলোচনা কর। ১০০%

৮। বাংলাদেশে কিশোর অপরাধের কারণসমূহ আলোচনা কর। ১০০%

৯। বিবাহ বিচ্ছেদ কি? বাংলাদেশে সম্প্রতি বিবাহ বিচ্ছেদের কারণসমূহ চিহ্নিত কর।  ১০০%

১০। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনশীল ধারা আলোচনা কর। ৯৯%

১১। সামাজিক স্তরবিন্যাস কি? বাংলাদেশে গ্রামীণ সমাজের স্তরবিন্যাস আলোচনা কর। ৯৯%

১২। শিক্ষানীতি কি? শিক্ষানীতি  -২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।  ৯৯%

Share This

0 Response to " ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র (বাংলাদেশের সমাজবিজ্ঞান:১৩২০০৩) স্পেশাল সাজেশন বন্দুকের গুলি। "

Post a Comment

Popular Posts