Welcome To RocketSuggestion BD

আজকের অনুষ্ঠিত হওয়া পরীক্ষা ডিগ্রী ৩য় বর্ষ ২০২১ ভূগোল ষষ্ঠ পত্রের প্রশ্ন পত্র এবং সাজেশন রিভিউ । 99.99% কমন।


ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। জর্ডান প্রদত্ত বসতির সংজ্ঞাটি লিখ? 

উঃ সাংস্কৃতিক স্থলের কাঠামো বা রুপ অধ্যয়নই হলো বসতি।

২।  কবে মানব বসতির সূচনা ঘটে?

উঃ অধ্যাপক রিচার্ড হার্ডসন উনবিংশ শতাব্দীতে বসতির সূচনা ঘটান বা উনবিংশ শতাব্দীতে বসতির সূচনা ঘটে।

৩। SMA কি? 

উঃ Statistical Metropolitan Area.

৪। জি কে জিফ প্রদত্ত আনুক্রমিক মান বিধির সুএটি লিখ?

উঃ

৫।  নগরে শব্দ দূষণের দুটি কারণ লিখ? 

উঃ জোরে মাইক বাজানো, জোরে গাড়ির হর্ণ বাজানো।

৬। বাংলাদেশের কোথায় প্রাচীন নগরের সন্ধান পাওয়া গেছে?

উঃ গঙ্গা ও ভাগীরথী নদীর মধ্যেবর্তী অঞ্চলে। 

৭। বাংলাদেশের একটি প্রাচীন নগরের নাম লিখ?

উঃ Gangariddi.

৮। ঢাকার পূর্বনাম কি ছিল? 

উঃ জাহাঙ্গীর নগর।

৯। খুলনা জেলা কোন নদীর তীরে অবস্থিত? 

উঃ ভৈরব ও রুপসার মধ্যবর্তী মিলনস্থলে। 

১০। সেক্টর থিউরির মূলকথা কি?

উঃ কেন্দ্রীক ব্যবস্থা, উৎপাদন, ও আবাসস্থল।

১১। বাংলাদেশে গ্রাম থেকে শহরে অভিগমনের একটি কারণ লিখ? 

উঃ শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের জন্যে প্রায়ই মানুষ গ্রাম থেকে শহরে অভিগমন করে।

১২। বাংলাদেশে নগরায়নের হার কত?

উঃ জুলাই ২০১৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ২৩.৩০ ভাগ।




খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। গ্রামীণ বসতি গড়ে উঠার প্রাকৃতিক নিয়ামকসমূহ ব্যাখ্যা কর।

২। গ্রামীণ বাজারের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর।

৩। জনসংখ্যার ভিত্তিতে নগর বসতির শ্রেণিবিভাগ কর।

৪। কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

৫। গ্রামীণ হাট - বাজারের চারটি বৈশিষ্ট্য লিখ।

৬। শহরে বায়ু দূষণের কারণ কী?

৭। সমকেন্দ্রিক বলয় তত্ত্বের সীমাবদ্ধতাগুলো লিখ।

৮। বাংলাদেশের নগর সমূহের প্রধান সমস্যাসমূহ উল্লেখ কর।

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বসতি ভূগোল কী ? মানব বসতি ভূগোলের বিষয়বস্তু বর্ণনা কর ।

২। বাংলাদেশের গ্রামীণ বসতি বিন্যাসের ধরন কর ।

৩।  ই . ডব্লিউ , বার্জেস - এর সমকেন্দ্রিক বলয় ততুটি ব্যাখ্যা কর।

৪। প্রাচীন কালে নগর বিকাশের নিয়ামকসমূহ বর্ণনা কর।

৫। কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে?এই তত্ত্বের মূল বক্তব্য কি? কেন্দ্রীয় স্থান তত্তের সুবিধা ও অসুবিধাগুলো কী কী।

৬। শহরতন্ত্রীর বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

৭। নগরের দুষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা কর।

৮। বাংলাদেশের গ্রাম - নগর অভিগমনের কারণসমূহ ব্যাখ্যা কর।

Share This

0 Response to "আজকের অনুষ্ঠিত হওয়া পরীক্ষা ডিগ্রী ৩য় বর্ষ ২০২১ ভূগোল ষষ্ঠ পত্রের প্রশ্ন পত্র এবং সাজেশন রিভিউ । 99.99% কমন। "

Post a Comment

Popular Posts