#খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
২। একটি সরল চাহিদা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ কর। ১০০%
৩। পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন ১০০%
৪। একচেটিয়া ক্ষমতা ব্যাখ্যা কর। ১০০%
৫। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক লিখ। ১০০%
৬। দুটি নিরপেক্ষ রেখা কখনো পরস্পর ছেদ করে না - ব্যাখ্যা কর। ১০০%
৭। চাহিদা ও যোগানের নির্ধারকসমূহ লিখ। ৯৯%
৮। ভোক্তার উদ্ধৃত্ত ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা কর। ৯৯%
৯। বাজার অর্থনীতিতে দাম ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা কর। ৯৯%
১০। স্বল্প ও দীর্ঘকালীন উতপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১১। দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি U না হয়ে L হতে পারে কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৯৯%
১২। ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কি কি ৯৯%
১৩। ব্যয় পদ্ধতিতে স্থিতিস্থাপকতা নির্ণয়ের একটি সূচি তৈরি কর। ৯৯%
১৪। সূচী ও চিত্রের সাহায্যে স্বল্পমেয়াদী গড় রেখাসমূহ দেখাও। ৯৯%
১৫। পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারে চাহিদা রেখা ভিন্ন হয় কেন ৯৯%
১৬। গড় স্থির ব্যয় রেখার আকৃতি ব্যাখ্যা কর। ৯৯%
১৭। যোগানের পরিবর্তন কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয় ৯৯%
১৮। দেখাও যে , নিরপেক্ষ রেখার ঢাল দুইটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার নির্দেশ করে ৯৯%
অথবা, দেখাও যে, বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান।
১৯। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
২০। উদাহরণসহ স্থির খরচ ও পরিবর্তনীয় খরচের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
#গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ক) বাজার ভারসাম্য বলতে কি বুঝ বাজার ভারসাম্যের কর ও ভর্তুকির প্রভাব ব্যাখ্যা কর। ১০০%
খ) একচেটিয়া বাজারের উদ্ভব হয় কেন একচেটিয়া করবারির স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
২। ক ) স্বাভাবিক মুনাফা কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
খ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্ম কি স্বল্পকালে লোকসান দিয়ে উতপাদন চালিয়ে যাবে ব্যাখ্যা কর। ৯৯%
৩। ক ) দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা কর। ১০০%
খ ) LAC রেখাকে এনভেলপ রেখা বলা হয় কেন ১০০%
৪। ক ) পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি ব্যাখ্যা কর। ১০০%
খ) উতপাদনের কাম্য পর্যায় কোনটি এবং কেন ১০০%
৫। ক ) মজুরির প্রান্তিক উতপাদিনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
খ) বণ্টনের প্রান্তিক উতপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর। ৯৯%
৬। ক ) দাম ভোগ রেখা কি প্রমাণ কর যে, দাম প্রভাব = পরিবর্তন প্রভাব। + আয় প্রভাব। ১০০%
খ) নিম্নের চাহিদা ও যোগান সমীকরণ থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করঃ
i) Qd=15-3P এবং Qs= -5+P
যেখানে Qd= চাহিদার পরিমাণ, Qs= যোগানের পরিমাণ এবং P= দাম।
ii) নিম্নের চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচী ও চাহিদা রেখা অংকন করঃ
Qd=10-2P; যেখানে Qd= চাহিদার পরিমাণ এবং P= দাম
৭। ক) চাহিদার সংকোচন - প্রসারণ চিত্রসহ ব্যাখ্যা কর। ১০০%
খ) নিরপেক্ষ মানচিত্র কি নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য চিত্রসহ ব্যাখ্যা কর। ৯৯%
৮। ক ) একচেটিয়া কারবারী গড় আয় রেখার অস্থিতিস্থাপক অংশে কখনও উতপাদন নির্ধারণ করবে না - কিভাবে তা প্রমাণ করবে ৯৯%
খ) একচেটিয়া কারবারীর দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৯। ক ) মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
খ) নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১০। ক) একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা দেখাও। ৯৯%
খ) চাহিদা রেখার ঢাল ও দাম স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য কি ৯৯%
১১। ক) একচেটিয়া ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন ৯৯%
খ) প্রমাণ কর যে, একচেটিয়া বাজারে একই দামে যোগানের পরিমাণ ভিন্ন হয়। ৯৯%
১২। ক) ইতিবাচক অর্থনীতি ও নীতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য কি ৯৯%
খ) ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
১৩। ক) রিকার্ডের খাজনা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ৯৯%
খ) উতপাদন অপেক্ষক কি উতপাদন সাম্ভাবনা রেখা ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ক) সম - প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর। ৯৯%
খ) সম - প্রান্তিক উপযোগ বিধির সাহায্যে কিভাবে চাহিদা রেখা অংকন করা যায় ব্যাখ্যা কর। ৯৯%
১৫। ক) মোট, গড় ও প্রান্তিক খরচের ধারণাগুলো ব্যাখ্যা কর।
খ) স্বল্পকালীন ও দীর্ঘকালীন গড় খরচের মধ্যে পার্থক্য দেখাও।
#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত)
অনার্স ২০১২,২০১৪,২০১৫,২০১৬এবং ২০১৮ সালের ক বিভাগের প্রশ্নগুলো পড়তে হবে।।




0 Response to "প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২১ বিভাগ অর্থনীতি বিষয় মৌলিক ব্যষ্টিক অর্থনীতি ২১২২০১ স্পেশাল সাজেশন 90% কমন ইনশাআল্লাহ।।"
Post a Comment