Welcome To RocketSuggestion BD

ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ অর্থনীতি_পঞ্চম_পত্র (জনবিজ্ঞান : ১৩২২০৩) স্পেশাল শর্ট সাজেশন



 #ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ-IMR, TRF,  UNESCO, CBR, 

২। আদমশুমারি কী ?

উঃ  একটি দেশের অর্থনৈতিক , সামাজিক , পেশাগত এবং জন্ম - মৃত্যু সম্পর্কে যাতীয় তথ্যসংগ্রহ করাকে আদমশুমারি বলে ।

৩।  নমুনা জরিপ কী ?

উঃ : যে জরিপের মাধ্যমে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তথ্যসংগ্রহ না করে তাদের অল্প কিছু থেকে তথ্যসংগ্রহ করা হয় তাকে নমুনা জরিপ বলে ।

৪।  কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লিখ ।

উঃ

৫। শিশু মৃত্যুহার কী ?

উঃ  কোনো দেশে বা ভৌগোলিক এলাকায় প্রতি বছরে প্রতি হাজার জীবিত জন্মগ্রহণকারী শিশুর মধ্যে একবছর বয়সের যে ক'জন শিশু মৃত্যুবরণ করে সেই সংখ্যাকে শিশু মৃত্যুহার বলে । 

৬। পূর্ণাঙ্গ জীবন সারণি কী ?

উঃ  বিবেচনাধীন জনগোষ্ঠীর বয়স ব্যবধান ১ বছর বিবেচনা করে জন্ম থেকে সর্বশেষ প্রয়োগশীল বয়স পর্যন্ত এর জীবন প্রত্যাশার ইতিহাস যে টেবিলে দেখানো হয় তাকে পূর্ণাঙ্গ জীবন সারণি বলা হয় ।

৭।   অভিগমন কী ? 

উঃ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক অঞ্চল হতে অন্য ভৌগোলিক অঞ্চলে গমনাগমন করাকে স্থানাস্তর বলে ।

৮।  নিউ - ন্যাটাল কী ?

উঃ জন্মের ৪ সপ্তাহের মধ্যে জন্মগত ত্রুটি বা অঙ্গ প্রত্যঙ্গজনিত ত্রুটির কারণে যদি শিশুর মৃত্যু হয় , তবে তাকে নিউ - ন্যাটাল শিশু মৃত্যু বলে । 

৯। নিবন্ধীকরণ পদ্ধতি কী ?

উঃ জন্ম , মৃত্যু , বিবাহ - বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ঘটনাসমূহ জাতীয়ভাবে নথিবদ্ধ করার রীতিকে নিবন্ধীকরণ বলে ।

১০। জনসংখ্যার বয়স কাঠামো কি ?

উঃ একটি বিশেষ অঞ্চলের জনসংখ্যার বয়স। 

১১। অশোধিত জন্মহার কাকে বলে?

উঃ জীবিত সন্তান জন্মের অনুপাতকে অশোধিত জন্মহার বলে।

১২। জনসংখ্যা ভূগোল কাকে বলে ?

উঃ  যেসব অবস্থার কারণে জনসংখ্যার পরিবর্তন হয় এবং ভৌগোলিক পরিবেশের তারতম্য হেতু জনসংখ্যার কাঠামোর পরিবর্তন হয় তার এলাকাভিত্তিক গুণগত এবং পরিমাণগত বিশ্লেষণকে জনসংখ্যা ভূগোল বলা হয় ।

১৩। জনসংখ্যা কাকে বলে?

উঃ

১৪। শুমারি কাকে বলে?

উঃ পূর্ব গণনাকে শুমারি বলে।

১৫। প্রজনন ক্ষমতা কি ?

উঃ সন্তান ধারণ অথবা সন্তান জন্মদানের জৈবিক সামর্থ্যই প্রজনন ক্ষমতা।

১৬। পোস্ট নিওন্যাটাল মৃত্যুহার কি ?

উঃ ১ বছরের মধ্যে প্রতি হাজার জীবিত জনসংখ্যার মধ্যে কতজন শিশু মৃত্যুবরণ করে তাকে পোস্ট নিওন্যাটাল মৃত্যুহার বলে ।

১৭। জীবন সারণি প্রধানত কত প্রকার ?

উঃ জীবন সারণী ২ প্রকার । যথা : 

১. পূর্ণ - জীবন সারণী ও ২. সংক্ষিপ্ত জীবন সারণী 

১৮।  কোহর্ট কি ? 

উঃ যে সব লোক এই সময়ে জীবন আরম্ভ করে তাদের সমষ্টিকে কোহর্ট বলে।

১৯। জনসংখ্যা পিরামিড কি ?  

উঃ স্ত্রী - পুরুষ ভেদে বিভিন্ন বয়স গ্রুপে মোট জনসংখ্যা বন্টনের চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলে ।

২০। জনসংখ্যা অভিক্ষেপ কি?

উঃ

২১। জনসংখ্যা অর্থনীতি কি?

উঃ

২২। ' Demos ' শব্দটির অর্থ কি ?

উঃ জনসংখ্যা ৷ 

২৩। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ? 

উঃ  ১.৩৭ % । 

২৪। . স্থূল মৃত্যুহার কি ?

উঃ কোনো জনসমষ্টির প্রতি হাজারে এক বছরে মৃত্যুর সংখ্যাই স্থূল মৃত্যুহার ।

২৫। বাংলাদেশে প্রথম কত সালে আদমশুমারী গণনা করা হয় ?

উঃ বাংলাদেশে ১৯৭৪ সালে ।

২৬। প্রজনন কী ?

উঃ  দৈহিক এবং সামাজিক সাংস্কৃতিক রীতি - নীতি ও কতিপয় বৈশিষ্ট্যের পারস্পরিক জটিল প্রক্রিয়ার সফল ফলশ্রুতিতে সাধারণত কোনো নারী গোষ্ঠী কর্তৃক সন্তান প্রসব করাকে প্রজনন বলা হয় থাকে ।

২৭। স্থূল জন্মহার কী ? 

উঃ কোনো নির্দিষ্ট সময়ে তালিকাভূক্ত মোট জনসংখ্যা ও সময়ের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যার অনুপাতকে ১০০০ দ্বারা গুণ করে স্থূল জন্মহার পাওয়া যায় তাকে স্থূল জন্মহার বলে ।

২৮। জনবিজ্ঞানের প্রধান চলকসমূহ কি ?

উঃ 

২৯। কাম্য জনসংখ্যা কী ? 

উঃ কাম্য জনসংখ্যা বলতে এমন জনসংখ্যাকে বুঝায় যা জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে ।

৩০।  বাংলাদেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি কিরূপ ?

উঃ  বাংলাদেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি হলো বর্ধিঞ্চু পিরামিড । 

৩১। পুল ফ্যাক্টর কী ?  

উঃ শহরের সুযোগ সুবিধা , বৈচিত্র্য ও চাকচিক্য গ্রামের মানুষকে আকর্ষণ করা হলো পুল ফ্যাক্টর ।

৩২। বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি কত সালে চালু হয় ? 

উঃ বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি ১৯৫৩ সাল থেকে চালু হয় ।

৩৩।  বয়স সংযুক্তি কী ? 

উঃ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বিন্যাস বা বণ্টন করে দেখার রীতিকে বয়স ও লিঙ্গ সংযুক্তি বলে ।

৩৪। স্থানান্তরের ' Pull - Push ' ফ্যাক্টরের প্রবক্তা কে ?

উঃ স্থানান্তরের ' Pull - Push ' ফ্যাক্টরের প্রবক্তা- জনবিজ্ঞানী।

৩৫।  জীবনসারণি কি ?

উঃ জীবন সারণি হলো কোনো নির্দিষ্ট জনসমষ্টির জীবন ইতিহাস যার মধ্যে প্রতিটি সময়ের বেঁচে থাকা এবং মরনের সম্ভাব্যতা নির্দেশ করে ।

৩৬। জনসংখ্যা নীতি কি ?

উঃ 

৩৭। জনবিজ্ঞানের জনক কে ? 

উঃ John Graunt কে জনবিজ্ঞানের জনক বলা যায় ।

৩৮। কাম্য জনসংখ্যা কি ?

উঃ কাম্য জনসংখ্যা বলতে এমন জনসংখ্যাকে বুঝায় গত যা জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে ।

৩৯।  জনবৈজ্ঞানিক উপাত্ত কি ? 

উঃ জন্ম , মৃত্যু , স্থানান্তর । 

৪০। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি ?

উঃ শূন্য জনসংখ্যা বৃদ্ধি এমন এক অবস্থা নির্দেশ করে যখন কোনো দেশে জন্ম এবং বহিরাগমনের মোট সমষ্টি মৃত্যু এবং বহির্গমনের মোট সমষ্টির সমান হয় ।

 ৪১। জনবৈজ্ঞানিক চলকগুলো কি ?

 উঃ জন্ম , মৃত্যু , স্থানান্তর ।

 ৪২। নিট স্থানান্তর বলতে কি বুঝ ?

উঃ বহিরাগমন এবং বহির্গমন এর পার্থক্যকে Net Migration বলে ।

৪১। Pull ফ্যাক্টর কি ? 

 উঃ পুল ফ্যাক্টর হলো কোন কারণ , ঘটনা , চিকিৎসা শিক্ষা বা উন্নত জীবন যাপনের লক্ষ্যে কোন এলাকায় স্থায়ীভাবে বসবাস করা । অর্থাৎ শহরের সুযোগ সুবিধা , বৈচিত্র্য ও চাকচিক্য গ্রামের মানুষকে আকর্ষণ করা হলো পুল ফ্যাক্টর ।

৪৩। কত সালে বাংলাদেশে সর্বপ্রথম জনসংখ্যা নীতি গ্রহণ করা হয় ? 

 উঃ ১৯৭৪ সালে ।

#খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। জীবন সারণি কি? জীবন সারণি কি কি কাজে লাগে? ৯৯%

২। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশী হবার কারণগুলো লিখ। ৯৯%

৩। জনবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%

৪। উন্নয়নশীল দেশে প্রজনন হার বৃদ্ধির কারণ কী? ৯৯%

৫। বাংলাদেশে শিশু মৃত্যুহার হ্রাসের উপায়গুলো আলোচনা কর। ৯৯%

৬। অতিরিক্ত জনসংখ্যা কিভাবে পরিবেশ দূষিত করে? ৯৯%

৭। আন্তর্জাতিক অভিগমনের সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কি?

অথবা, বাংলাদেশে নগরায়নের সাথে অভ্যন্তরীণ অভিগমনের সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%

৮। আদমশুমারি ও নিবন্ধীকরণ পদ্ধতির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%

৯। পূর্ণাঙ্গ জীবন সারণি ও সংক্ষিপ্ত জীবন সারণির পার্থক্য লিখ। ৯৯%

১০। জনসংখ্যা অভিক্ষেপণ ও ভবিষ্যৎ পূর্বাভাসের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

১১। বয়স কাঠামো কি? বয়স কাঠামোর উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%

১২। আদমশুমারি ও নমুনা শুমারি বলতে কি বুঝ? ৯৮%

১৩। জনবিজ্ঞান কি? জনবিজ্ঞান পাঠের গুরুত্ব লিখ। ৯৮%

১৪। শূন্য জনসংখ্যা বৃদ্ধি ও প্রজননশীলতা বলতে কি বুঝ? ৯৮%


#গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ৯৯%

ক) কাম্য জনসংখ্যা কী? কাম্য জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা কর।

খ) বাংলাদেশের মতো এক‌টি উন্নয়নশীল দেশে কাম্য জনসংখ্যা তত্ত্বের গ্রহণযোগ্যতা যাচাই কর।

২। ৯৯%

ক) মরণশীলতা কী? মরণশীলতার বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।

৩। ৯৯%

ক) জনসংখ্যার পুনর্বণ্টন কী? আন্তর্জাতিক অভিগমনের বাধাসমূহ আলোচনা কর।

খ) অভ্যন্তরীণ স্থানান্তরের অর্থনৈতিক গুরুত্ব এবং নির্ধারকসমূহ বর্ণনা কর।

৪। ৯৯%

ক) জীবন সারণি কী? জীবন সারণির প্রকারভেদ কী? জীবন সারণির প্রস্তুতপ্রনালী আলোচনা কর।

খ) জীবন সারণির বিভিন্ন কলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

৫। ৯৯%

ক) জন্মহার কি? জন্মহার প্রভাবকারী উপাদানসমূহ কী?

খ) উন্নত, অনুন্নত দেশে জন্মহারের পার্থক্য হয় কেন?

৬। ৯৮%

ক) প্রাথমিক ও মাধ্যমিক জনমিতি চলক কী?

খ) অর্থনৈতিক উন্নয়নে জনমিতিক চলকগুলোর ভূমিকা আলোচনা কর।

৭। ৯৯%

ক) প্রজননশীলতা ও প্রজননক্ষমতার মধ্যে পার্থক্য কি?

খ) বাংলাদেশের উচ্চ প্রজনন হারের কারণসমূহ আলোচনা কর।

৮। ৯৯%

ক) জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝ?

খ) বাংলাদেশের মাতৃ ও শিশু মৃত্যুহার উচ্চ হওয়ার প্রধান কারণগুলো বর্ণনা কর। 

৯। ৯৯%

ক) পরিবার পরিকল্পনা কি? বাংলাদেশে পরিকল্পনা বাস্তবায়নে বাধাসমূহ আলোচনা কর।


১০। ৯৯%

ক) আয়, ভোগ, সঞ্চয় ও বিনিয়োগের উপর জনসংখ্যার প্রবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ কর।

খ)

১১। ৯৮%

ক) জনসংখ্যা অভিক্ষেপ কি? জনসংখ্যা অভিক্ষেপের বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা কর।

খ) জনসংখ্যা অভিক্ষেপের প্রকারভেদগুলো আলোচনা কর।

১২। ৯৮%

ক) জনবিজ্ঞান কি? জনবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর।

Share This

0 Response to "ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ অর্থনীতি_পঞ্চম_পত্র (জনবিজ্ঞান : ১৩২২০৩) স্পেশাল শর্ট সাজেশন "

Post a Comment

Popular Posts